আপনজন ডেস্ক: তেলেঙ্গানার মানচিরিয়াল জেলায় ছাগল চুরির সন্দেহে এক দলিত ব্যক্তি ও তার বন্ধুকে একটি শেডে উলটো করে ঝুলিয়ে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। কোমুরাজুলা রামুলু, তার স্ত্রী স্বরূপা এবং ছেলে শ্রীনিবাস নামে তিন অভিযুক্তকে খুনের চেষ্টা এবং দলিতদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, শুক্রবার রামুলুর ছাগলটি নিখোঁজ হওয়ার পর এই ঘটনা ঘটে। ছাগল চুরির সন্দেহে তেজা এবং তার দলিত বন্ধু চিলুমুলা কিরণকে শেডে ডাকা হয়েছিল। রামুলু, তার স্ত্রী ও ছেলে ওই ব্যক্তিদের উলটো করে ঝুলিয়ে মারধর করে। কিরণের স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ এসসি/এসটি আইনে একটি মামলা দায়ের করে। বেলাম্পল্লীর এসিপি সদাইয়া এবং এসএসআই চন্দ্রকুমার শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।এসিপি সাদাইয়া জানিয়েছেন, রামুলু, স্বরূপা ও শ্রীনিবাস নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, দিন কয়েক আগে আহমেদনগর জেলার শ্রীরামপুরে ছাগল ও কবুতর চুরির অভিযোগে চার দলিত শিশুকে গাছে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়।সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শ্রীরামপুর তহসিলের হরেগাঁও-এ ঘটনাটি ঘটে। বঞ্চিত বহুজন আঘাদির সভাপতি প্রকাশ আম্বেদকর এই ঘটনা নিয়ে বলেছিলেন, ‘আমি শুধু একজন ভুক্তভোগী ও তার দাদীর সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে মারধর করা হয়েছিল, প্রস্রাব করা হয়েছিল, থুতু ফেলা হয়েছিল, নিজের থুতু চাটতে বাধ্য করা হয়েছিল, নগ্ন করা হয়েছিল এবং উল্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। দলিত সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন এই পরিস্থিতির মুখোমুখি হয় বলেও প্রাক্তন সাংসদ আম্বেদকর টুইটার(এক্স )এ পোস্ট করেছিলেন। এনসিপির প্রধান মুখপাত্র মহেশ তাপসে বলেন, সরকার দলিতদের অধিকার ও সুরক্ষা রক্ষাকরতে ব্যর্থ হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct