আপনজন ডেস্ক: উপাচার্যরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার বলে উল্লেখ করে রাজভবন রবিবার জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অন্য সব কর্মকর্তা সরাসরি সরকারের কাছ থেকে আদেশ নেবেন না বা উপাচার্যের সম্মতি ছাড়া তা কার্যকর করবেন না। রাজ্যপাল সি ভি আনন্দ বোস কর্তৃক রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাতে আরও বিতর্ক সৃষ্টি হল নতৃুন নির্দেশ। রাজ্যপালের সচিবালয় থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট উপাচার্যদের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ভিসি কর্তৃক জারিকৃত আদেশ বাস্তবায়ন করতে হবে এবং ভিসির অজান্তে ও সম্মতি ব্যতীত সরাসরি সরকারের কাছ থেকে আদেশ গ্রহণ বা তা কার্যকর করার বাধ্যবাধকতা তাদের নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct