আপনজন ডেস্ক: ‘হিন্দুদের এই দেশে তোমাদের কোন জায়গা নেই, তোমরা পাকিস্তানে যাও’, ক্লাস রুমেই মুসলিম ছাত্রদের উদ্দেশ্যে মন্তব্য করার মারাত্মক অভিযোগ উঠল কর্নাটকের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। যদিও নয় বছরেরও বেশি সময় ধরে ওই স্কুলে কন্নড় ভাষা শিক্ষা দেওয়া ওই শিক্ষককে এই ঘটনার পর বদলি করা হয়। কিছু মুসলিম শিক্ষার্থী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। কর্নাটকের শিবমোগা জেলার শিক্ষা বিভাগ সরকারি স্কুল শিক্ষকের এহেন আচরণের জেরে তাকে অন্যত্র বদলির নির্দেশ জারি করেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর দুই মুসলিম ছাত্রকে ‘পাকিস্তানে যেতে বলার’ অভিযোগ উঠেছে। এ বিষয়ে জনতা দল (সেক্যুলার)-এর জেলা শাখার সভাপতি এ নজরুলুল্লাহ ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতরের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বৃহস্পতিবার মঞ্জুলা দেবী পঞ্চম শ্রেণিতে পড়ানোর সময় দুই ছাত্র একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। শিক্ষক উভয় মুসলিম সম্প্রদায়ের ছাত্রদের বকাঝকা করে বলেনন, ‘এটা তোমাদের দেশ নয়। তোমরা পাকিস্তানে যাও’। তিনি আরও বলেন, শিশুরা ঘটনাটি জানালে আমরা শিক্ষকের এহেন কাণ্ডে অবাক হয়ে যাই। ডিডিপিআই-এর কাছে অভিযোগ জমা দিয়েছি সেই সঙ্গে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছি।
ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ব্লক শিক্ষা আধিকারিক (বিইও) বি নাগরাজ বলেছেন, ক্লাসের অন্যান্য ছাত্ররা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তিনি বলেন, ওই শিক্ষক ছাত্রদের ক্লাসরুমের ভিতরেই বলেন, এটা তোমাদের দেশ নয়। এটা হিন্দুদের দেশ। তোমাদের পাকিস্তানে যেতে হবে। ব্লক শিক্ষা আধিকারিক জানিয়েছেন তিনি ঘটনার রিপোর্ট জমা দিয়েছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ভবিষ্যতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত শিক্ষক। এর আগে দিল্লির একটি সরকারি স্কুলের চার জন শিক্ষার্থী দাবি করেছেন, তাদের শিক্ষক সর্বোদয় বাল বিদ্যালয়ের হেমা গুলাটি দেশভাগের সময় তাদের পরিবার পাকিস্তানে না যাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে গুলাটির বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct