সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: মুর্শিদাবাদের ভগবানগোলা-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোঃ ওয়ারশেদ খান শাসক দল তৃণমূল কংগ্রেসের খড়িবোনা অঞ্চলের দলীয় কার্যালয় সরানোর অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত ভগবানগোলা-২ ব্লকের খড়িবনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি রয়েছে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ভগবানগোলা-২ ব্লক সমষ্টি উন্নয়ন অফিসের সামনেই।বিডিও মোঃ ওয়ারশেদ খান বিধায়ক ইদ্রিস আলী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিকে সেখান থেকে দলীয় অফিস সরাতে চিঠি দেন।প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে মধ্যমগ্রামের একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, হাসপাতাল চত্বরে কোন রাজনৈতিক দলের দলীয় কার্যালয় থাকবে না। সেই প্রসঙ্গকে সামনে রেখে বিডিও মোঃ ওয়ারশেদ খান দলীয় কার্যালয় তুলে নিতে আবেদন করেন।এ বিষয়ে ভগবানগোলা দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোঃ ওয়ারশেদ খান বলেন, ‘কয়েকদিন আগে লালবাগ মহকুমা অফিসে ভগবানগোলা দুই ব্লকের নবনিযুক্ত সভাপতি এবং তার সঙ্গে আরো আটজন অভিযোগ দায়ের করেন হাসপাতাল চত্বরে একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয় রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে লালবাগের মহকুমা শাসক তিনটি চিঠি করেন যেগুলো ছিলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বহরমপুর ডিভিশন-১, ওসি রানিতলা থানা, বিএলআরও ভগবানগোলা-২ ব্লক। যে চিঠিতে সরকারি জায়গায় থাকা দলীয় কার্যালয় তুলে নেওয়ার জন্য বলা হয়। সেই মতো ওই দলীয় কার্যালয় তুলে নেওয়ার জন্য আবেদন করে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি মুখ্যমন্ত্রীর কথা তার দলের নেতৃত্বরা মানবেন এবং সেখান থেকে দলীয় কার্যালয় টি তুলে নেবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct