নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পার্থ চট্টোপাধ্যায়ের মামলাতে আবারও আদালতের প্রশ্নের মুখে পড়লো সিবিআই। পার্থ-সহ বাকি অভিযুক্তদের জামিনের বিরোধিতা করতে গিয়ে প্রশ্নের মুখে পড়লো সিবিআই। বিচারক সরকারি আইনজীবীকে বলেন- ‘’আপনি কি আমার অর্ডারটা পড়েছেন। এক এক করে ভুল ধরলে কেঁদে কুল পাবেন না।’’আমি বোকা নই, গত কয়েক দিনের রেকর্ড দেখুন, অ্যাং ব্যাং চ্যাং বাজে বকবেন না” । বিচারক আরোও বলেন, ‘কেন সময় নষ্ট করছেন? কেস ডাইরি দেখুন। মুঝে বুরবক মত সমঝিয়ে। নতুন গ্রাউন্ড কি আছে? তদন্তের ডেভেলপমেন্ট কি আছে?’’ শনিবার এভাবেই সিবিআই এর আইনজীবীকে আদালতে প্রশ্ন বানে র্জরিত করে তোলেন বিচারক। এরপর ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ ৬ জনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।৮ ই সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় এর জামিনের আবেদন এর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে আলিপুর স্পেশাল সিবিআই আদালতে শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে যান প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ।পরে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, আমি অন্য একটা কাজে এসেছিলাম। তাই পার্থ চট্টোপাধ্যায়ের লকআপের সামনে দিয়ে যাচ্ছিলাম বলে দেখে গেলাম। অনেক বছরের আমাদের একটা সম্পর্ক আমরা একে অপরকে চিনি। লকআপের ভেতর যতটুকু যাওয়া যায় ততটুকু গেছি। আমি নিয়ম ভাঙিনি বলে জানান তিনি। জানা গেছে এদিন আদালতে নিজের একটি মামলায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দোপাধ্যায় কে সঙ্গে নিয়ে এসেছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দেখার পরই তিনি বৈশাখী বন্দোপাধ্যায় কে দাঁড়াতে বলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লকআপের কাছাকাছি গিয়ে দেখা করেন।