হৃদ করে জয়
আসগার আলি মণ্ডল
রোজ দেখি পূব দিকে
ঊষা রাঙা হাসে
কতো পাখি ডানা মেলে
আকাশেতে ভাসে।
সবুজ ঘাসের পরে
হাসে শবনম
হীরা-পান্নার থেকেও
নয় সে তো কম।
পদ্মেরা জলে হাসে
করে টল-মল
রূপ দেখে অলি কুল
পাই মনে বল।
চাঁদ হাসে ঠিক রাতে
আকাশের গায়
আদরতে শিশু হাসে
হৃদ করে জয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct