আপনজন ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনগণ। এক যুগ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গৃহযুদ্ধের ডাক দিয়েছিল দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এবার তার সঙ্গে যুক্ত হলো সাধারণ জনগণের বিক্ষোভ। সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা গেছে, সাম্প্রতিক এই জনবিক্ষোভের শুরু হয়েছিল সিরিয়ার বর্তমান ভয়াবহ অর্থনৈতিক দূরাবস্থার কারণে। তবে অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির বিভিন্ন প্রদেশের বিক্ষোভ মিছিলগুলোতে ধ্বনিত হয়েছে, বাশার দূর হোক, সিরিয়া স্বাধীন হোক, সিরিয়া কোনো খামার নয়, আমরা ভেড়া নই প্রভৃতি স্লোগান। উল্লেখ্য, বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া। ১২ বছর আগে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন এক ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের দর ছিল ৪৭। বর্তমানে সেই মূল্যমান নেমে পৌঁছেছে ১৫ হাজার ৫০০তে। সিরিয়ার ইতিহাসে এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের এই পরিমাণ দরপতন ঘটেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct