আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: পাটের দাম না পেয়ে দুশ্চিন্তায় নদিয়া জেলার পাট চাষিরা। পাট চাষে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে কৃষকের। মজুরির ব্যয়ও বেড়েছে। বেড়েছে সার, কীটনাশক, বীজসহ চাষাবাদের খরচও বাড়তি।পাটের সঠিক দাম না পেয়ে দুশ্চিন্তায় পাট চাষিরা। পাট চাষে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে কৃষকের। মজুরির ব্যয়ও বেড়েছে। বেড়েছে সার, কীটনাশক, বীজসহ চাষাবাদের খরচও বাড়তি। বাজারে পাটের দাম নিম্নমুখী। নদীয় জেলায় এক সপ্তাহের ব্যবধানে পাটের দাম প্রতি কুইন্টাল গড়ে ১০০০ টাকা কমেছে। এতে লোকসানে পড়েছেন পাট চাষিরা। নাকাশীপাড়া, পলাশী, কালিগঞ্জ সহ চাপড়া ব্লকের পাট চাষি আব্দুল কাদের সেখ,বলেন এবছর পাট চাষের সময় নানা বিড়ম্বনার শিকার হন চাষিরা। প্রথমত, আবাদের সময় বৃষ্টিপাত না হওয়ায় প্রবল খরা থাকায় পাটগাছ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে,পাট কাটার সময় জলের অভাবে অনেক কৃষককে পাট জাগ দিতে তিন থেকে পাঁচ কিলোমিটার দূরে যেতে হয়েছে। খরচ করে জল কিনে নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। পাশাপাশি,এর বাইরে শ্রমিকের মজুরি, বীজ, কীটনাশক, সারের দাম বেড়েছে। সব মিলিয়ে পাটচাষিরা জানাচ্ছেন, গতবারের তুলনায় এবার প্রতি বিঘায় অন্তত পাঁচ হাজার টাকা বেশি খরচ হয়েছে তাঁদের। বর্তমান পাট চাষিরা পাট বিক্রয় করতে চাইলে কোন খরিদ্দার পাচছনা পাটের মহাজনদের পাট চাষিরা পাট বিক্রি কথা বলে মহাজনে জানাচ্ছে পাট বিক্রি নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct