আপনজন ডেস্ক: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির চুক্তি করেছে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক। এবার থেকেই ভারতেই তৈরি হবে এফ৪১৪ মডেলের ইঞ্জিনগুলো। সেই চুক্তির ক্ষেত্রে এবার সবুজ সংকেত দিলো মার্কিন কংগ্রেস। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগেই এই চুক্তি সম্পন্ন হয়।নিয়ম অনুযায়ী, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ মার্কিন কংগ্রেস এবং সিনেটের বিদেশমন্ত্রক বিষয়ক কমিটিকে বিষয়টি জানানো হয়েছিল। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে যদি এই নিয়ে কোনো কংগ্রেস সদস্য আপত্তি না জানায়, তাহলে সেই প্রস্তাবটি সম্মত বলে গ্রহণ হয়। এই ক্ষেত্রেও কেউ আপত্তি জানায়নি। এর আগে আমেরিকা সফরকালে জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যান এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে যৌথভাবে ভারতীয় সংস্থার সঙ্গে প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যে অত্যাধুনিক ইঞ্জিন তৈরি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি ভারতীয় সংস্থার হাতে জেনারেল ইলেকট্রিক তুলে দেবে, তেমনটা আগে কখনো হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct