আপনজন ডেস্ক: পেট, নিতম্ব, ঊরু, হাত, ঘাড়সহ বিভিন্ন জায়গায় জমা হওয়া অতিরিক্ত চর্বি অপসারণ এখন আমাদের দেশেই সম্ভব। শরীরের নির্দিষ্ট জায়গার চর্বি দূর করে শরীরকে সুন্দর আকৃতি দিতে হলে একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেটি হলো লাইপোসাকশন। সার্জারি হলেও এতে কোনো কাটাছেঁড়া নেই। শুধু ছিদ্র করে মেশিনের সাহায্যে চর্বি টেনে বের করা হয়। অতিরিক্ত চর্বি শরীর থেকে শুষে নেওয়ার সার্জারিকেই লাইপোসাকশন বলে। শরীরের বাড়তি ওজন বা মেদ কমাতে লাইপোসাকশন হলো অন্যতম চিকিৎসা। ডায়েট বা ব্যায়ামে শরীরের যেসব স্থানের চর্বি সাড়া দেয় না, মূলত সেই সব অঙ্গের জন্য লাইপোসাকশন করা হয়ে থাকে। যাঁরা এই সার্জারির জন্য উপযুক্ত তাঁরা হলেন, যাঁদের শরীরের নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক চর্বি জমা হয়েছে।যেসব পুরুষ গাইনোকোমাস্টিয়ায় আক্রান্ত বা যেসব পুরুষের স্তন বড় হয়ে গেছে।যাঁরা স্তনের অতিরিক্ত ঝুলে পড়া ভাব টানটান করতে চান। ডায়েট বা এক্সারসাইজ করে শরীরের নির্দিষ্ট স্থানের চর্বি যাঁদের কমছে না। প্রসবের পর যাঁরা আগের ফিগার ফিরিয়ে আনতে চান। তবে এটা সবার জন্য নয়। আপনার লাইপোসাকশন করা উচিত কি না, তা জানতে হলে অবশ্যই আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তবে যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যাঁদের মারাত্মক হার্টের সমস্যা আছে, বয়স ১৮ বা তার চেয়ে কম বয়সী, গর্ভবতী নারী কিংবা যাদের রক্তপাতের রোগ আছে, তাদের এই অস্ত্রোপচার করাতে চিকিৎসকেরা নিষেধ করে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct