মনজুর আলম গাজী, মগরাহাট, আপনজন: মগরাহাট থানায় নতুন ওসি মুহাম্মদ আসাদুল সেখ দায়িত্ব নিলেন। ৬২ ব্যাচের মুহাম্মদ আসাদুল সেখ ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানায় কর্মরত ছিলেন। এবার ওসির দায়িত্ব নিয়ে মগরাহাট থানায় এলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র । বিদায়ী ওসি আবদুস সামাদ আনসারি বদলি হয়ে গেলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের লিগাল সেলে। শনিবার মগরাহাট প্রেস ক্লাবের তরফে বিদায় ও অভ্যর্থনা সংবর্ধনা জানানো হয় বিদয়ী ও নয়া ওসিকে। এদিন সিআই সুবীরকুমার বাগের উপস্থিতিতে প্রেস ক্লাবের সদস্যরা উত্তরীয় পরিয়ে তাঁদের হাতে বই ও মোমেন্টো তুলে দেন। উল্লেখ্য, বাঁকুড়া জেলা থেকে আসা আব্দুস সামাদ আনসারীর দক্ষতার সঙ্গে সামলেছেন প্রশাসনিক কাজকর্ম। তারপর থেকে ক্রাইমের ঘটনা কমতে থাকে এলাকায়। দায়িত্ব নেওয়ার পর এলাকায় এলাকায় টহলদারি শুরু করেন এই দুদে অফিসার। কমতে থাকে মদ, জুয়ার ঠেক। শান্ত হয় মগরাহাট। তাঁর শাসনের ভয়ে এলাকায় ছিল শান্তিশৃঙ্খলা। সংস্কৃতিমনস্ক আনসারি বেঁধে রেখেছিলেন সর্বধর্ম সমন্বয়। এলাকাবাসীর উদ্দেশ্যে আনসারি বলেন, আপনারা মগরাহাটের সম্পদ। আপনাদের সহযোগিতায় নতুন ওসি একইভাবে মগরাহাটকে শান্তিশৃঙ্খলায় রাখতে বদ্ধপরিকর হবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct