নাজিম আক্তার, চাঁচল, আপনজন: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। রাজ্যবাসী। কোথাও কোথাও টানা চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে স্থানীয়দের অভিযোগ।অনেক জায়গায় ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ কর্মীদের উপর চড়াও হচ্ছে।বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শুক্রবার রাত এগারোটা নাগাদমালদহের চাঁচল বিদ্যুৎ দপ্তরের গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন চাঁচলবাসী। অভিযোগ,বিদ্যুৎ দপ্তরের তরফে আগাম কোনো সতর্কীকরণ না করেই টানা দুই ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট করে রাখে চাঁচল ফিডার সহ বিভিন্ন এলাকার ফিডারে। গত এক সপ্তাহ ধরে রাত হলেই চাঁচল সহ পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং দেখা দেয়।যার জেরে সমস্যায় পরতে হয় সাধারণ মানুষদের। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে।তার উপর গোদের ওপর বিষ ফোড়া ঘা লোডশেডিং।ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলকেই।শুক্রবার লোডশেডিং হতেই ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দফতর ঘেরাও করে এলাকার মানুষ। ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ।পরে দুই ঘন্টা বাদে তা স্বাভাবিক হয়।তবে এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী মুখ খুলতে চায়নি।স্থানীয় বাসিন্দা সৌমিক ভট্টাচার্য বলেন, দীর্ঘ পনেরো দিন থেকে লোডশেডিং সমস্যায় ন এলাকার মানুষ। মধ্য রাতে লোডশেডিং হয়ে যাচ্ছে। রাতে কোনো বিদুৎ কর্মীকে দপ্তরে দেখতে পাওয়া যায় না।প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো কাজ। তাই এই বিক্ষোভ করতে হল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct