মনিরুজ্জামান, বারাসত: সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কলসুর ৯ নম্বর আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম প্রার্থীকে ৩৭৩ ভোটে ধরাশায়ী করে দ্বিতীয় বারের জন্য গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের মীরাতুন নাহার। গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ডে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির সঞ্চালক ছিলেন।আর বর্তমান বোর্ডে মীরাতুন নাহার তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কলসুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে বসেছেন।কলসুর গ্রাম পঞ্চায়েতে মীরাতুনই হলেন প্রথম সংখ্যালঘু মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান।তাঁর কথায়, আমার এলাকা সংখ্যালঘু প্রবণ এলাকা। আমার চিন্তা ভাবনা সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষদের দিকেও সমানভাবে খেয়াল থাকবে।উভয় সম্প্রদায়কে একসঙ্গে চলার পথে, একসঙ্গে পাশাপাশি থেকে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব এটাই আমার টার্গেট।বিগত বোর্ডে সঞ্চালক থাকার ফলে কিছু অভিজ্ঞতা থাকলেও তাঁর কথায়, প্রধান পদের দায়িত্ব একটা অন্যরকম অভিজ্ঞতা।এখন দায়িত্ব এবং কর্তব্য সবই বৃদ্ধি পেয়েছে।
বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই উদ্বেগের মধ্যে রেখেছে অনেক জায়গাতে।সেদিকে তীক্ষ্ণ নজর রেখে জনস্বাস্থ্য বিষয়কে অগ্রাধিকার দিতে চান কলসুরের নতুন প্রধান।মীরাতুন জানালেন,জনস্বাস্থ্য বিষয়ে প্রাধান্য থাকবে সঙ্গে সঙ্গে এই এলাকা যেহেতু আর্সেনিক প্রবণ এলাকা সেইজন্য পরিশ্রুত পানীয় জল যাতে সবাই পায়,সবার ঘরে ঘরে যাতে পৌঁছায় সেটা দেখব।রাস্তাঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে করা যায় সেবিষয়ে আমাদের পরিকল্পনা আছে, চিন্তাভাবনা আছে বাস্তবায়িত করার জন্য। পঞ্চায়েত অফিস লাগোয়া বাড়ি হওয়ার ফলে সেরকম কোনও সমস্যা নেই।মীরাতুনের কথায় পঞ্চায়েত এবং পরিবার দুটো সম্পূর্ণ বিপরীত ক্ষেত্র, ভিন্ন পরিবেশ।মহিলাদের ক্ষেত্রে একটু সমস্যা সাধারণত হয়ে থাকে।কিন্তু সেটা কোনও বাধা হয়ে দেখা দেবে না।সেটাকে কাটিয়ে উঠেই কাজ করতে হবে।মীরাতুন জানালেন, দেগঙ্গা ব্লক -১ তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশদা সব বিষয়ে সর্বদা সহযোগিতা করেন। আমার দল আমার পাশে আছে। আঞ্চলিক নেতৃত্বের কাছ থেকে সহযোগিতা পাই। তাঁর কথায়,আগামদিনে কোনও রকম অসুবিধা হবে বলে আমি মনে করি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct