আপনজন ডেস্ক: ‘লোকসভা, রাজ্য বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েতের একযোগে নির্বাচন করার বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত ও সুপারিশ করার জন্য সরকার শনিবার আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিকে গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভায় প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এবং অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং। এই প্যানেলের সদস্য হিসেবে থাকবেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ সি কাশ্যপ, সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে এবং প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিশেষ আমন্ত্রিত হিসাবে কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন এবং আইন বিষয়ক সচিব নীতেন চন্দ্র প্যানেলের সচিব হবেন।
কমিটি সংবিধান, গণপ্রতিনিধিত্ব আইন এবং অন্য যে কোনো আইন ও বিধিমালায় সুনির্দিষ্ট সংশোধনী পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করবে, যাতে একযোগে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সংশোধনের প্রয়োজন হয়। সংবিধানের সংশোধনীর জন্য রাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন হবে কিনা তাও খতিয়ে দেখে সুপারিশ করবে। উল্লেখ্য, অধীর চৌধুরি এই কমিটির পদ নিতে অস্বীকার করেছেন। কমিটি সাধারণ মানুষের কথাও শুনবে ও বিবেচনা করবে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct