সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: গৃহবধূ খুনের অভিযোগে দোষী সাব্যস্ত সাতজনের মধ্যে তিনজনের যাবজ্জীবন এবং চারজনের তিন বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয় দুবরাজপুর আদালতে। বিবরণে জানা যায় যে,খয়রাশোল ব্লকের লোকপুর থানার নওপাড়া গ্রামে ২০১৫ সালে গৃহবধূ শাহনাজ পারভীন ওরফে গুড়িয়া নামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছিলেন লোকপুর থানায় মৃতার দাদা। যারফলে অভিযুক্ত স্বামী শেখ মুজিবুল, দ্বিতীয় পক্ষের স্ত্রী শেফালী ওরফে রুপালি বিবি সহ পরিবারের সাত সদস্যকে গতকাল দোষী সাব্যস্ত করেন দুবরাজপুর অ্যাডিশনাল ডিসট্রিক্ট এন্ড সেশন জজ ফাস্ট ট্র্যাক কোর্ট।আজ ১ লা সেপ্টেম্বর শুক্রবার প্রত্যেককেই দুবরাজপুর আদালতে সাজা শোনানো হয়।
বধূ নির্যাতন এবং পুড়িয়ে মারার অভিযোগে ভারতীয় দন্ডবিধি অনুসারে ৪৯৮ এ, ৩০৭,৩০২ ও ১২০ বি ধারায় দোষী সাব্যস্ত হন সাবিলা ওরফে পিয়া বিবি, শেফালি ওরফে রুপালি বিবি ও সেখ মুজিবুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct