সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট: শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চাণকে পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়ে স্থানীয় থানার তরফে এক মহতি উদ্যোগ নিতে দেখা যায়। দেড়শ পড়ুয়া বিশিষ্ট এই বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত প্রত্যেহ রবিবার ফ্রি কোচিং নিতে দেখা যায় পুলিশ অফিসারদের। এদিন আড়াইশো মত খাতা, বই, পেন্সিল, কলম, স্লেট সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ টিফিন তুলে দেওয়া হয়। এই মহতি উদ্যোগ পুরোভাগেই ছিলেন স্থানীয় থানার আইসি পিন্টু মুখার্জি, চাণক পঞ্চায়েত প্রধান সহ এলাকাবাসীরা। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান -” গত বছর আগস্ট মাসে আমাদের জেলার পুলিশ সুপার ও স্থানীয় বিধায়ক এই শিক্ষাকেন্দ্রে ফ্রি কোচিং সেন্টার উদঘাটন করেন। আদিবাসীদের দুস্থ পড়ুয়াদের শিক্ষার প্রসারের জন্য আমরা সর্বদাই পাশে আছি”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct