আপনজন ডেস্ক: পশ্চিম তীরে মারাত্মক সহিংসতার বৃদ্ধি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অধিকৃত অঞ্চলটিতে শুক্রবারও ইসরায়েলি বাহিনী একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, উত্তর পশ্চিম তীরের আল-আকাবা গ্রামে ৩৬ বছর বয়সী আব্দুল রহিম ফায়েজ ঘানামের ‘মাথায় দখলদাররা (ইসরায়েলি) গুলি করে’। এএফপির একজন ফটোগ্রাফার সামরিক অভিযানের সময় একটি ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা ও সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হলে একজন বন্দুকধারীর আঘাত লাগে এবং তাকে শনাক্ত করা হয়। সেনারা সহিংসতায় ‘কাঁধ থেকে চালিত ক্ষেপণাস্ত্র ও গ্রেনেড ব্যবহার করেছিলেন’। পরবর্তী সময়ে ভবনে বোমা ও অস্ত্র পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ফিলিস্তিনি বাসিন্দারা বুলেটের চিহ্ন ও একটি বাড়ির দেয়ালে অবশিষ্ট একটি ফাঁকা গর্ত পরিদর্শন করে। শোকার্তরা ঘানামের শেষকৃত্যের জন্য জড়ো হয়েছিল। ঘানামের মাথা কুফিয়া ও তার দেহ ফিলিস্তিনি পতাকায় আবৃত ছিল।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ অনুসারে, ২০০৫ সালের পর ইসরায়েলে ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা চলতি বছর সবচেয়ে বেশি। ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি হামলার বৃদ্ধিও জড়িত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct