আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লীগের ২০২৩-২৪ মৌসুমের পর্দা উঠবে আগামী ১৯ সেপ্টেম্বর। তার আগে বৃহস্পতিবার হয়েছে টুর্নামেন্টের গ্রুপপর্বের ড্র। যেখানে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ।
দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা গ্রুপপর্বে নিজেদের তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে। রিয়ালের সঙ্গী নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। বার্সার সঙ্গী পোর্তো, শাখতার ও অ্যান্টওয়ের্প।
তবে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে পিএসজি। গ্রুপ ‘এফ’এ ফরাসি জায়ান্ট ক্লাবটিকে খেলতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। চ্যাম্পিয়নস লীগে এবার সুযোগ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড পড়েছে গ্রুপ ‘এ’তে। সেখানে তাদের বড় প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। তাদের অপর গ্রুপ সঙ্গী কোপেনহেগেন ও গেলাতেসারে।
গ্রুপপর্বের ড্র:
গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, লঁস
গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালসবুর্ক, রিয়াল সোসিয়েদাদ।
গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়াল আন্টওয়ের্প
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct