নিজস্ব প্রতিবেদক, কলকাতা: নর্থ মেসিডোনিয়ার বিদেশমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন। তারা বিশ্ব বাণিজ্য সম্মেলন যোগ দেবেন। শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এই কথা জানান । তিনি বলেন, সরকারি কাজ হয় বলেই তো কাজ হয়। কারণ সরকারি কর্মীরাই কাজ করেন। কিছু কিছু জায়গায় জল জমা আছে। কিছু জায়গায় কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হচ্ছে। তারা কাজ করতে পারচ্ছে না। তিনি আরোও বলেন,পার্কিং ব্যবস্থা নিয়ে নবান্ন থেকে কোনো কিছু আসেনি আমার কাছে। সে কারণে আমরা পুরনো পার্কিং ফি বজায় রেখেছি। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান,ডেঙ্গু এখন কন্ট্রোলে আছে। কিছু কিছু জায়গায় বিভিন্ন জিনিসপত্রতে জল জমার জন্য ডেঙ্গু হচ্ছে। মানুষ সচেতন হলে সম্পূর্ন ভাবে ডেঙ্গু চলে যাবে বলে জানান মেয়র। শহরের রাস্তার ৪৪ টি জায়গায় পুলিশ আমাদের দিয়েছে। আমরা রাস্তা বিভাগে কে দিয়ে দিয়েছি। বেআইনি হোর্ডিং খোলা নিয়ে আমরা ব্যাবস্থা গ্রহণ করব বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন যে এখন সব কিছু স্বচ্ছ। যেকোনো লোক রাইট টু ইনফরমেশন অনুযায়ী সেই তথ্য পাবে। আমরা তদন্ত করে দেখছি যে দুর্নীতি হয়েছে কি না বলে জানান মেয়র। এই বিষয়ে দুজন পৌর আধিকারিককে শো কোজ করেছে কলকাতা পৌর সংস্থা। দক্ষিণ কলকাতা লেক গার্ডেনস বেশ কিছু জায়গায় রেস্টুরেন্ট হচ্ছে। সেটা পৌর আধিকারিকদের পাঠিয়ে খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। আমাদের এখানে পস্কো আইন আরো কঠোর হয়েছে। ধর্ষণ হচ্ছে একটা জঘন্য অপরাধ। আর যদি একটা নাবালিকাকে সম্মানহানি করা হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। বিরোধীদের কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, মুখ নিয়ে বিজেপির এত ভয় কিসের। স্বাধীনতা যখন হয়েছিল তখন কি ঘোষণা হয়েছিল। এক দেশ এক ভোট নিয়ে প্রধানমন্ত্রী নিজেকে বড় ভাবে। যিনি নিজেকে বড় ভাবে সে কোনো দিন বড় হয় না।
অন্যদিকে এদিন নর্থ মেসিডোনিয়া বিদেশমন্ত্রী তার সঙ্গে দেখার করেছেন। তারা বিশ্ব বাণিজ্য সম্মেলন যোগ দেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct