আরবাজ মোল্লা, নদিয়া: রানাঘাটে ভয়ংকর ডাকাতির জীবনে ঝুঁকি নিয়ে ইন্সপেক্টর আলতাব হোসেনসহ যে সমস্ত পুলিশ আধিকারিকরা ডাকাত দলের গ্রেপ্তার করে তাদের পুলিশ দিবসে সম্বর্ধনা দিলেন রানঘাট ডিস্ট্রিক্ট পুলিশ সুপার কে কান্নান। ১ সেপ্টেম্বর পুলিশ দিবস হিসাবে পালিত হয়ে থাকে এদিনে রানঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি,সাব ইন্সপেক্টর আলতাব হোসেন, ইন্সপেক্টর জয়ন্ত ঠাকুর, সাব ইন্সপেক্টর রতন কুমার রায় ও মলয় কুমার সাহা সহ পাঁচ জন পুলিশ আধিকারিকরা সংবর্ধনা দেন রানাঘাট পুলিশ সুপার।
জীবনের ঝুঁকি নিয়ে সশস্ত্র ডাকাতদের সঙ্গে গুলির লড়াই করে নিজের জীবনকে বাজি রেখে ডাকাতদের গ্রেপ্তার করছেন। চাকরি জীবনে অনেক ঘটনা সাক্ষী থাকলেও এইভাবে ডাকাত দলের সঙ্গে গুলির লড়াই আগে কখনো করেননি তিনি। রানাঘাটে সোনার দোকান থেকে তার কাছেই প্রথম ফোনটা আসে। এরপর কিছুতেই সময় নষ্ট করতে চাননি তিনি। কয়জন পুলিশ আধিকারিকরা সহ কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজেই গাড়িতে করে সোনার দোকানের উদ্দেশ্যে রওনা দেন। ততক্ষণে ডাকাত দলের কাছে খবর আছে বাইরে পুলিশ চলে এসেছে। এরপর তড়িঘড়ি তারা গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে পালাতে থাকে। ইন্সপেক্টর আলতাব হোসেন বলেন, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম। নিজের জীবনের কথা তখন মনে ছিল না। একটাই কথাই মাথায় এসেছিল। পুলিশের কিছুতেই বদনাম হতে দেব না। পালানোর কোন প্রশ্নই ছিল না।সেই ঘটনায় বেশ কয়েক জন দুষ্কৃতিকে গ্রেফতার করে রানঘাট থানার পুলিশ। শুক্রবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ সুপার ঈশানী পাল সহ অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct