আপনজন ডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় অধিবেশনে মুম্বাইয়ে জোটভুক্ত দলগুলির একটাই বার্তা ছিল একসঙ্গে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের রফা কি হবে তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। এই দুদিনের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বেশিরভাগ সময়ই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কিংবা রাহুল গান্ধির সঙ্গে আলোচনা করতে দেখা যায়। তাই দ্বিতীয় দিনের বৈঠকে মমতার কি বক্তব্য থাকবে তা নিয়ে সাংবাদিকরা সম্মেলনের আগে জিজ্ঞেস করলে ‘ইন্ডিয়া’র সিদ্ধান্ত বিষয়ে বৈঠকের আগে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, বৈঠক শেষ হওয়ার পরে তিনি সংবাদ সম্মেলনে যোগ দেবেন। যদিও মমতা বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে, আমরা দেশের ভালোর জন্য লড়াই করছি। মুম্বাইয়ে নবগঠিত বিরোধী জোটের তৃতীয় বৈঠকে মোট ২৮টি দল অংশ নিয়েছিল। সেই বৈঠকে পাটনার সম্মেলনের মতোই মমতার স্থান হয়েছিল রাহুল গান্ধির পাশে। আবার জোটের সদস্যরা যখন সভা স্থলে কোনও আলোচনায় মগ্ন হন তখন সোনিয়া গান্ধির কাছাকাছি থাকতে দেখা যায়। তবে, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের আসন রফা নিয়ে সোনিয়া বা রাহুলের সঙ্গে মমতার কোনও কথা হয়েছে কিনা জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct