সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: পতঙ্গ বাহিত বা মশা বাহিত রোগ প্রতিরোধে ঝাঁপাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ২ নম্বর ব্লক প্রশাসন। রোগ নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুরে। এদিন ব্লক সভাঘরে কর্মশালা টি আয়োজন করা হয়।এদিন প্রশিক্ষণ দেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আধিকারিক অসিত কুমার বেরা ও পতঙ্গবিদ মৌমিতা কুন্ডু। প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখেন ভাঙড় ২ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনিমিত্রা মুখার্জি। এদিন প্রশিক্ষণ গ্রহণ করেন ভিএসটি(ভেক্টর সার্ভেলেন্স টিম)ও ভিসিটি(ভেক্টর কন্ট্রোল টিম)কর্মীরা। কিভাবে মশা বাহিত রোগ প্রতিরোধ করা যাবে এবং রোগ হয়ে গেলে কোথায় কিভাবে চিকিৎসা করানো হয় সে বিষয়ে আলোচনা করা হয় প্রশিক্ষণ শিবিরে। বর্ষা মৌসুমে বিগত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে ভাঙড় ২ নম্বর ব্লক এলাকায়। ফলে এবছর ভরা বর্ষা আসার আগেই কোমর বেঁধে ঝাঁপাচ্ছে ব্লক প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct