আপনজন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই এক্সে (টুইটার) নিয়মিত নতুন সুবিধা চালুর ঘোষণা দিচ্ছেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটির মালিক ইলন মাস্ক। বিভিন্ন অ্যাপের সব সুবিধা এক্সে যুক্ত করতে চান তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক্সে ভিডিও আদান-প্রদানের সময় বাড়ানোর পাশাপাশি ভিডিও নামানো (ডাউনলোড), লাইভ ভিডিওসহ বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এবার শিগগিরই এক্সে অডিও-ভিডিও কলের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।এক্সে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, এক্সে অডিও-ভিডিও কলের সুবিধা আসছে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের পাশাপাশি ম্যাক ও কম্পিউটারে এ সুবিধা ব্যবহার করা যাবে। এ জন্য ফোন নম্বরও প্রয়োজন হবে না, এক্সই হবে বিশ্বের অ্যাড্রেস বুক। তবে নতুন এ সুবিধা কবে নাগাদ চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি।এ সুবিধা চালু হলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মেসেজিং অ্যাপের মতোই বিশ্বের যেকোনো প্রান্তে থাকা এক্স ব্যবহারকারীদের সঙ্গে কথা বলা যাবে। তবে অডিও-ভিডিও কলের সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাননি ইলন মাস্ক। উল্লেখ্য, এক্সে নতুন চালু হওয়া সব সেবা প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করেছেন ইলন মাস্ক। টুইটারের বহুল প্রচলিত নীল রঙের পাখির ছবিযুক্ত লোগো পরিবর্তন করে এক্স অক্ষরের নতুন লোগো এবং কালো রঙের নতুন থিমও প্রকাশ করেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct