নিজস্ব প্রতিবেদক, রাণীনগর, আপনজন: মুর্শিদাবাদের রাণীনগরের টেঁকারাইপুর হাই স্কুল ও আশরাফ-উন-নিসা এডু-স্পোর্টস একাডেমির ছাত্র ছাত্রীদের নিয়ে তাল বীজ বপন করা হল। উপস্থিত ছিলেন মোঃ ইকবাল (বিডিও রাণীনগর ১ ব্লক ) , গোবিন্দ বন্দ্যোপাধ্যায় (প্রধান শিক্ষক, টেঁকারাইপুর হাই স্কুল ) ও অনেক শিক্ষক শিক্ষিকা বৃন্দ। টেঁকারাইপুর হাই স্কুলের গণিত শিক্ষক তথা উদ্যোক্তা আমিনুল ইসলাম বলেন ২০১৯ সাল থেকে আমরা রাস্তার ধারে ছায়া তৈরীর জন্য মাতৃছায়া প্রকল্প শুরু করেছিলাম বেবি লিগের খেলোয়াড় ও শিক্ষার্থী দের নিয়ে। সেই প্রকল্পের ছায়া ছাত্র ছাত্রীরা পাচ্ছে, তাঁদের লাগানো গাছে ফুল ও ফল ধরছে, পাখি বাসা বেঁধেছে। এ এক অন্য রকম আনন্দ। শিক্ষার্থীরা ১৫ বস্তা তালবীজ লাগাল। বিডিও মোঃ ইকবাল ছাত্র ছাত্রীদের উৎসাহ দেন। প্রধান শিক্ষক গোবিন্দ বন্দ্যোপাধ্যায় বলেন মাতৃছায়া প্রকল্প(তালবীজ বপন ) আমারা গণিত ও বায়োলজির নবম শ্রেণীর তৃতীয় প্রজেক্ট এর মধ্যে চালু করেছি, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, জলের স্তর কমে যাচ্ছে, আমরা এ ব্যাপারে ছাত্রদের বুঝিয়ে বৃক্ষ রোপনই একমাত্র প্রতিকার এর উপায় এটা বোঝানোর ফলে তাঁদের উৎসাহ বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct