নকীব উদ্দিন গাজী ও টপি লস্কর, গঙ্গাসাগর, আপনজন: আসন্ন ২০২৪ এ গঙ্গাসাগর মেলা কে সামনে রেখেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। বৈঠকে উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা,জেলা শাসক সুমিত গুপ্তা, মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়,পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট সহ গঙ্গাসাগর মেলার কাজে যুক্ত সমস্ত দফতরের আধিকারিক বৃন্দ। মূলত কাকদ্বীপ রেল স্টেশন, কাকদ্বীপ লট ৮ ভেসেল ঘাট, নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে সাগরের বেনুবন পর্যন্ত লঞ্চ পরিষেবা কেমন চলবে তা আলোচনা হবে। ভিন রাজ্যের পুণ্যার্থীদের যাতে কোন সমস্যা না হয় তাঁর জন্য সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া। আগামী ২৯ অক্টোবর থেকে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং শুরু হবে। যেহেতু গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। তাদের কথা ভেবেই এই আগাম ব্যবস্থা।কুয়াশার কারণেই ভেসেল পরিষেবা ঠিকঠাক মতো চলতে না পারার জন্যই অনেক পুর্নার্থী ঠিকঠাক মতন পৌঁছাতে পারেনি গঙ্গাসাগরে। এবার বিশেষ করে সেই বিষয়ে নজর রাখা হবে এমনও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct