আপনজন ডেস্ক: শিকারি পাখি হিসেবে পরিচিত বাজপাখির আন্তর্জাতিক প্রদর্শনীতে এবার ৬৪২টি বাজপাখি বিক্রি হয়েছে রেকর্ড ৮০ লাখ সৌদি রিয়ালে। যা ভারতীয় মুদ্রায় ২৩ কোটি ১৬ হাজার টাকার সমান। এবারের প্রদর্শনীতে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাজপাখিটির মূল্য পাঁচ লাখ সৌদি রিয়াল, ভারতীয় মুদ্রায় এক কোটি ৪৪ লাখ টাকা। সৌদির দেশিয় জাতের ছিল ওই বাজপাখিটি। গত বছর সর্বোচ্চটি বিক্রি হয়েছে দুই লাখ ৭০ হাজার রিয়ালে। সৌদি আরবের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বাজপাখি নিয়ে তৃতীয় বারের মতো আর্ন্তজাতিক প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং এক্সিবিশনের তৃতীয় পর্বের আয়োজনটি গত সপ্তাহে শেষ হয়েছে রাজধানী রিয়াদের উত্তরে মালহামে সৌদি ফ্যালকনস ক্লাবের প্রধান কার্যালয়ে। ২১ দিনব্যাপী প্রদর্শনীতে কমপক্ষে ৬৪২টি বাজপাখি বিক্রি হয়েছে। এবারের মোট বিক্রির পরিমাণ গত বারের তুলনায় ২১৮ শতাংশ বেশি। সৌখিন শিকারীদের আকৃষ্ট করতে এবং সৌদির সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে মূলত এ আয়োজন। এবারের আয়োজনে অংশ নেয় যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য ও অস্ট্রিয়াসহ বিশ্বের ১৬টি দেশের ৩৯টি বাজপাখির ক্লাব ও খামার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct