আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পর এবার জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির আঘাতে বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, এছাড়া মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডায় আঘাত হানে ইডালিয়া। এতে সেখানে একটানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় বন্যা-ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিছু এলাকায় মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। জর্জিয়ার দক্ষিণাঞ্চলে উদ্ধারকারীরা জলবন্দী মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। অঙ্গরাজ্যটিতে গাছ উপড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। ক্যামেরায় ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, সমুদ্রের জলতে জর্জিয়ার অনেক সড়ক তলিয়ে গেছে। সমুদ্রর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ফ্লোরিডার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ বলেছে, বন্যার জলতে আটকে থাকা ৭৫ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জর্জিয়ার টালাহাসি থেকে প্রায় ৮০ মাইল উত্তর-পূর্বে ভালডোস্টায় নৌকায় করে উদ্ধারকারীরা জলবন্দী মানুষদের কাছে পৌঁছাচ্ছেন। তাদের উদ্ধার করছেন। শহরটির কর্তৃপক্ষের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ইডালিয়ার কারণে ফ্লোরিডার উপকূলে ১৬ ফুট পর্যন্ত বন্যা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় ইডালিয়ার মূল অংশটি ফ্লোরিডা ছেড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct