সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কংসাবতী ক্যানেলের জল ঢুকে আচমকায় গ্রামে বন্যা পরিস্থিতি, চাঞ্চল্য এলাকায়। আচমকাই কংসাবতী ক্যানেলের জল গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে যাওয়ায় কাঁচা বাড়ি ভেঙে পড়ে যাবার ভয়ে আতঙ্কিত গ্রামের মানুষ। জয়পুর ব্লকের পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী সেচ ক্যানাল, এই ক্যানেল থেকে একাধিক শাখা ক্যানেল বেরিয়েছে সেচের জন্য, একইভাবে জয়পুর ব্লকের কেয়া পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে একটি শাখা ক্যানেল অভিযোগ দীর্ঘদিন ধরেই এই ক্যানেল সংস্কার করা হয়নি, ফলে যখন গত দুদিন আগে মুকুটমণি জলাধার থেকে কংসাবতী ক্যানেলে জল ছাড়লে গতকাল রাতে সেই জল এসে পৌঁছায় জয়পুরের কংসাবতী শাখা কেনে, ভোর থেকেই ক্যানেল উপচে জল গ্রামে ঢুকে পড়ে। জল ঢুকে যায় একাধিক মাটির বাড়িতে , মাটির বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা ক্যানেল পরিস্কারে হাত লাগান খবর দেওয়া হয় কংসাবতী অফিসে, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কংসাবতী দপ্তরের আধিকারিকরা, ক্যানেল পরিষ্কারের জন্য লাগানো হয় জেসিবি। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা পর ধীরে ধীরে গ্রাম থেকে জল সরতে থাকে।কংসাবতী ক্যানেলর সাব ডিভিশন অফিসার নিখিল চন্দ্র ধুলিয়া জানান প্রতিবছর ১০০ দিনের কাজের ক্যানাল সংস্কার করা হয়। এ বছর ওই ক্যানেল সংস্কার করা হয়নি সেই বিষয়টা তাদের জানা ছিল না। ফলে ক্যানেল সংস্কার না করার জন্য এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct