এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: পশ্চিম বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, বিজেপিকে নিশানা করে বিভিন্ন সময় এমনটাই অভিযোগ করে থাকেন তৃণমূল ৷বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় রাখি বন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাভাগের চক্রান্তের অভিযোগ তুলে আবারও সরব হলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ ৷ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক মনোভাব মাথা চাড়া দিয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোটের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত চক্রান্তকে রুখে দেব ৷’ রাখি বন্ধন উৎসব উদযাপনের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে, দলমত জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান গোপাল শেঠ। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সংস্কৃতি দিবস উদযাপন করা হয় ৷ এ দিন একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি, সবুজ মিষ্টি বিতরণ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ এবং বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বনগাঁ পৌরসভা ৷ বনগাঁ ত্রিকোণ পার্কে রাখি বন্ধন কর্মসূচি চলাকালীন পথচলতি একদল মাদ্রাসা পড়ুয়ার হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করান পৌরসভার কাউন্সিলররা, যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা বলে মনে করছেন অনেকেই
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct