আপনজন ডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে ৫৬ হাজার টাকার জালনোট সহ ১৭ বছরের এক নাবালক’কে আটক করে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক জামিয়া কাটান এলাকা থেকে আটক করা হয় তাকে। ধৃত ওই নাবালকের নাম সোহেল রানা। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। ধৃত নাবালকের কাছ থেকে ১১২ টি ৫০০ টাকার নোটে মোট ৫৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতকে বহরমপুর জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। ধৃত নাবালক মালদার বৈষ্ণবনগর এলাকার দিক থেকে জালনোট গুলো নিয়ে এসেছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও কাকে দেওয়ার উদ্দেশ্যে জালনোট নিয়ে এসেছিল সে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct