রাজু আনসারী, অরঙ্গাবাদ: গঙ্গার জলস্তর সামান্য কমতেই নতুন করে ভাঙনে আতঙ্কে ত্রস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দারা। কয়েক বছরের মতো ফের এই বছরেও ভয়াবহ নদী ভাঙনের কবলে সামশেরগঞ্জের মানুষ। নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় স্থানীয়রা অনেকেই বাড়ি ঘর আশ্রয় ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে সামশেরগঞ্জের মহেশটোলা এলাকায়। স্থানীয়দের কাছ থেকে শোনা যায় বেশ কিছু জমি ও গাছ এমনকি ২০ টির বেশি বসত বাড়ি দোকান নদী গর্ভে তলিয়ে গিয়েছে এবং ২৫ টির বেশি বাড়ি নদীর ধারে ঝুলছে যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে সে সব বাড়ি ভাঙনের আতঙ্কে নদী পাড় থেকে বাড়ি ভেঙে অন্যত্রে সরে যাচ্ছে। বাড়িঘর হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্কে কার্যত হাহাকার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ভাঙন আতঙ্কের পর এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। হঠাৎ ভাঙনের ফলে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকশো বাসিন্দা।
উল্লেখ করা যেতে পারে, লাগাতার বেশ কয়েক বছর ধরেই ভয়াবহ গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সম্প্রতি গত বছর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারাতে হয়েছিলো প্রতাপগঞ্জ, মহেশটোলা ঘনেশ্যামপুর এলাকার কয়েকশো পরিবারকে। আবারও মহেশটোলায় গঙ্গা ভাঙ্গন।
পঞ্চায়েত ভোটের আগে মালদায় প্রশাসনিক মিটিং সেরে সামশেরগঞ্জে ভাঙন দুর্গত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০০ কোটি টাকা ভাঙন রোধের খাতে খরচের প্রস্তাবও করেন। তারপরেও নতুন করে ভাঙনের আতঙ্কে দিন গুনছেন সামশেরগঞ্জের নদীপাড়ের বাসিন্দারা। বাড়ছে ক্ষোভও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct