আপনজন ডেস্ক: অবশেষে যুক্তরাষ্ট্রে লিওনেল মেসিকে কেউ আটকে রাখতে পারল! ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম গোল করতে পারেননি মেসি, পারেননি গোল করাতেও, যা যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লেখানোর পর ১০ ম্যাচে এই প্রথম। গোলের সঙ্গে মেসির সম্পর্ক না থাকার দিনে জয় পায়নি ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। মেসি আসার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল দলটি।১১ দিন আগে লিগস কাপের ফাইনালে এই ন্যাশভিলের বিপক্ষেই খেলেছিল ইন্টার মায়ামি। সেদিন নব্বই মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জিতেছিলেন মেসিরা। ম্যাচে দুটি ফ্রি কিক নিয়েছেন মেসি। ৬০ মিনিটে নেওয়া শট আটকে দেন ন্যাশভিল গোলকিপার, আর ৮২ মিনিটের ফ্রি কিক বাধা পায় ডিফেন্ডারদের তৈরি করা দেয়ালে। আর্জেন্টাইন অধিনায়ক সুযোগ তৈরি করেছিলেন দুটি গোলেরও। গোলশূন্য সমতার ম্যাচটি ইন্টার মায়ামির প্লে-অফ ওঠার স্বপ্নে বড় ধাক্কা। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে মায়ামি। প্লে-অফের পজিশন নয় নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট ২৬ ম্যাচে ৩২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct