আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের অনুমতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার না বললেও ‘ইন্ডিয়া’ জোটের মুম্বাই সম্মেলনের সময় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্পেন সফরেস্পেনের বণিক সভা ও শিল্প সংস্থাগুলির কাছে বাংলায় বিনিয়োগ করার বিষয়টি তুলে ধরবেন। নবান্ন সুত্রের খবর, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি মিলেছে।েএর ফলে আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না। শুধু স্পেন নয়, তিনি ফেরার সময় দুবাই সফরও করবেন। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। বাংলার শিল্প ও বণিক মহলের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরে সামিল হতে পারেন বলে সূত্রের খবর। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের একাধিক শীর্ষ কর্তারাও। একই সঙ্গে তার সফরসঙ্গী হেচ্ছেন তৃণমূলের মুখপাত্র সাংবাদিক কুনাল ঘোষ। যদিও তার বিদেশ যাত্রা নিয়ে আপত্তি জানায় সিবিআই। অব্যশ কলকাতা হাইকোর্ট এ নিয়ে সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে তার বিদেশ যাত্রায় আপত্তি কেন। এর আগেও তো তিনি বিদেশ যাত্রা করে দেশে ফিরেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct