আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। নির্বাচনী সংঘর্ষের জেরে কয়েকজনের প্রাণও যায়। সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। রাজ্য গোয়েন্দা দফতর সেই ঘটনার তদন্তে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। বৃহস্পতিবার প্রায় সাড়ে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দফতর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেন, আমি আজকেও এসেছি পরবর্তীকালে আমাকে ডাকলে আমি আবার আসবো। তবে সিআইডি অফিসাররা ভালো বলে সার্টিফিকেট দেন নওশাদ। কিন্তু তিনি বলেন, আধিকারিকের সঙখ্যা খুব কম। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অফিসারের সঙখ্যা বাগানোর জন্য। জেরা প্রসঙ্গে বলেন, আমাকে যা জিজ্ঞেস করেছেন তার যথাযথ উত্তর দিয়েছি। অার আমার তো ভয় নেই। কারণ আমি আজ পর্যন্ত আইনশৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনও কথা বলিনি। গত ২৮ অগস্ট তাকে প্রথম তলব করা হয়েছিল। এদিন ফের তলব করায় নওশাদ বলেন, সিআইডির উপর আমার কোনও ক্ষোভ নেই। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা চলছে। তাই প্রশ্ন থেকেই যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct