আপনজন ডেস্ক: সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বৃহস্পতিবার জানিয়েছেন, সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বরেরমধ্যে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অবশ্য আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীতে জি-২০ শীর্ষ সম্মেলনের কয়েক দিন পর অনুষ্ঠিতব্য অধিবেশনের আলোচ্যসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ, এক নির্বাচন’, ইউনিফর্ম সিভিল কোড এবং মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র এমন সম্ভাবনার কথা উঠে আসছে।।সংসদের বিশেষ অধিবেশন (সপ্তদশ লোকসভার ১৩তম অধিবেশন এবং রাজ্যসভার ২৬১তম অধিবেশন) ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের জন্য বৈঠক ডাকা হচ্ছে। যদিও সরকারি সূত্রগুলো এখন পর্যন্ত সম্ভাব্য এজেন্ডা নিয়ে মুখ খোলেনি। পুরনো ভবন থেকে নতুন সংসদ ভবনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং, এই অধিবেশনটি পুরানোতে শুরু হতে পারে এবং নতুনে শেষ হতে পারে বলে এনডিটিভি জানিয়েছে।সূত্রের খবর, গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করা নতুন সংসদ ভবনে সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অধিবেশন আয়োজনের জন্য প্রস্তুত করার জন্য নতুন সংসদ ভবনকে শেষ রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে।সাধারণত, বছরে তিনটি সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হয়- বাজেট, বর্ষা এবং শীতকালীন অধিবেশন।সরকার তার এজেন্ডা প্রকাশ না করায়, লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার কর্তৃক কিছু জরুরি বিল পাসের জন্য বিবেচনা করা হবে বলে জল্পনা শুরু হয়। চন্দ্রযান-৩ মিশনের সাম্প্রতিক ঐতিহাসিক সাফল্য এবং ‘অমৃত কাল’-এর জন্য ভারতের লক্ষ্যগুলি বিশেষ অধিবেশনে বিস্তৃত আলোচনার অংশ হতে পারে।বিশেষ অধিবেশন ঘোষণা হল মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের একই সময়ে। আগামী বছরের সাধারণ নির্বাচনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা প্রকাশ করেছে ২৮ দলীয় জোট। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, বর্ষা কালীন অধিবেশন শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ পরে পাঁচ দিনের এই অধিবেশনের উদ্দেশ্য মুম্বাইয়ে ‘ইন্ডিয়া’র চলমান বৈঠক এবং আদানি সম্পর্কে সর্বশেষ প্রকাশের খবরের অভিমুখ ঘুরিয়ে দেওয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct