নিজস্ব প্রতিনিধি, দিঘা, আপনজন: পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা। ৯ টি মাছ প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম হয়। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসেন। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই ধরনের মাছ। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দীঘার জি-কে ডি আড়ৎ- এ এই মাছের নিলাম হয়। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ ওজনের মাছ এর আগে দেখা যায়নি। দীঘায় মৎস্যজীবীদের দাবি, পূর্ব ভারতের অন্যতম বড় মাছ বিক্রির ব্যবস্থার এই দীঘা, তাই উড়িষ্যাতে মাছগুলো পাওয়া গেল অধিক নাম পাওয়ার আশায় সেখান থেকে এক মাছ ব্যবসায়ী এগুলোকে দিঘার হোলসেল মাছ বাজারে নিয়ে আসে। এদিন এই মাছগুলি নিলাম হওয়ার সময় সাধারণ মানুষ ও পর্যটকদের ভিড় ছিল নজর কাড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct