আপনজন ডেস্ক: গ্রিসের একটি দাবানলকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে জোটভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক অগ্নিনির্বাপন বিমান পাঠানো হয়েছে সেখানে। বালাজ উজভারি জানিয়েছেন, গ্রিসের আলেকজান্দ্র শহরের উত্তরে আগুন মোকাবেলায় ইইউ বহরের ১১টি বিমান এবং একটি হেলিকপ্টারসহ ৪০৭ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct