নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: না ফেরার দেশে চলে গেলেন পুলিশের সাব-ইন্সপেক্টর রাজকুমার মণ্ডল। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ কলকাতার নিউটাউন টাটা মেডিক্যাল হাসপাতালে প্রয়াত হন তিনি। কয়েকদিন ধরে তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন। মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের মেঘুটোলা গ্রামের বাসিন্দা তিনি। এলাকায় শান্ত, মিষ্টিভাষী ও ধীর স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন তিনি। নিরহংকারী ছিলেন তিনি। পড়াশোনা শেষ করে তিনি পুলিশের চাকরিতে যান। প্রথমে ইসলামপুর, তারপর মালদার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। গোয়ালপুকুর, মানিকচক ছাড়াও বৈষ্ণবনগর থানায় সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেন। অবশেষে সম্প্রতি বৈষ্ণবনগর থানা থেকে বদলি হয়ে মালদা পুলিশ লাইন লিগালসেল আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তাঁর গ্রাম মেঘুটোলাই নয়, সংশ্লিষ্ট পঞ্চনন্দপুর, দামোদরটোলা, মেঘুটোলা স্ট্যান্ড জুড়ে শোকের ছায়া। তিনি কিছুদিন ধরে ব্রেনের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। ধরা পড়ার পর থেকে চিকিৎসা চলতে থাকে। মৃত রাজকুমারের পরিবার রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ২ ছেলেমেয়ে। এদিন দুপুরে কলকাতা থেকে তার মরদেহ মালদার উদ্দেশ্যে রওনা দেয়। তাঁর এক আত্মীয় হৃদয়কুমার মণ্ডল জানান, ‘এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন দাদা। গ্রামের কেউ বিপদে পড়লেই তিনি ঝাঁপিয়ে পড়তেন। গ্রামের যে কোনও অনুষ্ঠানে তিনি হাজির থাকতেন। আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছেন তিনি। বিভিন্ন জায়গায় পরিচিতি ঘটিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct