আজিজুর রহমান, গলসি, আপনজন: রাজ্যের সাথে সাথে গলসি বাজারে চলছে শাসক ও বিরোধী দলের রাখি বন্ধন উৎসব। তাদের অনুষ্ঠান মঞ্চের অদুরে নর্দমা থেকে তোলা নোংরা আবর্জনা স্তুপ হয়ে পরে রয়েছে। যা দীর্ঘ আটদশ দিন ধরে পরে থাকলেও ভুরুক্ষেপ নেই সড়ক কতৃপক্ষ থেকে ব্লক প্রশাসনের এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। তবে বিষয়টি নিয়ে গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন বলেন, ওই কাজ সড়ক কতৃপক্ষের একটি ঠিকা সংস্থা করছে। ইতিমধ্যেই আমরা সংস্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি। ওরা আজ কালের মধ্যেই বাজারে পরে থাকা সমস্ত নোংরা আবর্জনা তুলে ফেলার কথা দিয়েছেন। এদিকে এলাকার মানুষের অভিযোগ তুলেছেন, আবর্জনার স্তুপের আকারে পরে থাকার ফলে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। যার জন্য রোগ জীবাণু ছড়াচ্ছে। এমনকি ডেঙ্গু প্রবনতা বাড়ার আশঙ্কা করছেন অনেকে।
বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা সোচ্চার হলেও তাতে হেলদোল নেই সড়ক কতৃপক্ষ থেকে সহ প্রশাসনের। স্থানীয় বিজেপি নেতা নিত্যনন্দ কুন্ডু বলেন, সদ্য পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি এইমাত্র পেরিয়ে গেলেন। তবে ওই সবে নজর নেই তাদের। তারা শুধু নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত। বাজারে ব্যবসায়ী গনেশ রায় বলেন, আট দশদিন ধরে আমার মিষ্টির দোকানের সামনে ময়লা আবর্জনা পরে আছে। আবর্জনার মাছি এসে খাবারে বসছে। ফলে খুব সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দা উত্তম দিগের বলেন, সরকার বলছে সচ্ছ ভারত মিশন, মিশন নির্মল বাংলা। কিন্তু বাজারে দীর্ঘদিন ধরে নর্দমা থেকে তোলা আবর্জনা পরে আছে। ওই আবর্জনার কারনে ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে। পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বিষয়টি দেখে ব্যবস্থা নিক। এদিকে নর্দমা পরিস্কার নিয়ে গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত মল্লিকের সাফ কথা, আগের বছর নর্দমাটি বুজে গিয়ে বাজারে বহু দোকানে জল ঢুকেছিল। তার দাবী, সড়ক কতৃপক্ষ ড্রেনটি ভালো করে পরিস্কার করুক। গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা বলেন, খবর পেয়ে বিডিও স্যারকে বিষয়টি বলেছিলাম। তিনি সড়ক কতৃপক্ষের ঠিকা সংস্থাকে ফোন করেছিলেন। খুব শিঘ্রই আবর্জনা তুলে পরিস্কার করে দেবে ঠিকা সংস্থা। এদিকে বিষয়টি নিয়ে সড়ক কতৃপক্ষের ঠিকা সংস্থা অশোকা বিলকন এর সিনিয়র ম্যানেজার পরমেশ্বর প্রসাদকে প্রতিক্রিয়া জানতে চেয়ে ফোন করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। এবং বলেন, ড্রেন পরিস্কারের কাজ এখনও চলছে। তবে বাজারে যেখানে যেখানে নোংরা আবর্জনা পরে আছে সেগুলো আজকের মধ্যেই পরিষ্কার করে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct