শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরেই অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারা। আপত্তিকর সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ক্ষোভ জানালে প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকার ডিএ দিচ্ছে না। তাই পড়ুয়াদের ভালো করে পড়াশুনা করাতে পারবো না। এমনটাই দাবি এলাকার অভিভাবকদের। মিনাখাঁর বামুনপুকুর সন্ন্যাসী স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক সময় রাজ্যের কাছে একটি অত্যন্ত ভালো স্কুল নামে পরিচিত ছিল। প্রবেশিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা ভর্তি হতো এই বিদ্যালয়ে। কিন্তু সম্প্রতি এই বিদ্যালয়ের পঠন পাঠন তলানিতে ঠেকেছে বলে অভিযোগ। এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মধ্যে বিদ্যালয়েরই পড়ুয়াদের আপত্তিকর অবস্থার দেখা গিয়েছে। প্রায় অর্ধ নগ্ন অবস্থায় ছাত্র-ছাত্রীরা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছে। ক্লাসের ভেতর বেশ কিছু ছাত্রছাত্রীরা এমন আপত্তিকর পরিস্থিতিন ভিডিও সম্প্রতি গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি গত কয়েক সপ্তাহ আগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা সিগারেটের মোড়কের ভেতর গাঁজা ভরে গাঁজার আসর বসিয়েছিল। সেই নিয়েও বেশ তোলপাড় হয়েছিল। তাতেও কোন হেলদোল নেই স্কুলের শিক্ষকদের। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দের কাছে এলাকার বেশ কিছু অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার কথা জানান। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দে সহ আরো অন্যান্য সহকারী শিক্ষকরা অভিভাবকদের বলেন, সরকার আমাদের ডি এ বন্ধ করে রেখেছে। আমরা আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্বভার নিতে পারব না। ওরা স্কুলে আসবে যতটুকু আমরা পারব পড়াব এর থেকে বেশি কিছু করতে পারব না। এমন মন্তব্য শোনার পরপরই হতাশ গ্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসেন অভিভাবকরা এমনটাই দাবি এলাকার বেশ কিছু অভিভাবকদের। সঞ্জয় মন্ডল সুকন্যা মণ্ডলদের মতো এলাকার বেশ কিছু অভিভাবক বলেন,’এই বিদ্যালয়ের বেশ একটা সুনাম ছিল একসময়, সম্প্রতি বিদ্যালয়ের ভেতরে এমন নোংরা কাজ হচ্ছে তা দেখে আর চুপ করে থাকতে পারিনি, প্রধান শিক্ষকের কাছে গিয়ে অভিযোগ জানালে প্রধান শিক্ষক আমাদের বলেন সরকার ডিএ বন্ধ করে রেখেছে তাই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বভার নিতে পারব না’। তবে এই বিষয়ে সাংবাদিকদের কোন প্রতিক্রিয়া দিতে চাননি, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা। তবে এই প্রসঙ্গে মিনাখাঁ ব্লক বিদ্যালয় অপর পরিদর্শক চিন্ময় মন্ডল বলেন,’এই বিষয় নিয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি, কোন লিখিত অভিযোগ আসলে অবশ্যই খতিয়ে দেখব’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct