আপনজন ডেস্ক: নানা ধরনের চ্যালেঞ্জের পরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নেদারল্যান্ডসের ইসলামিক স্কুলগুলো। এর মধ্যে কয়েকটি দেশসেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে। ডাচ বার্তা সংস্থার সূত্রমতে, গত ১৯ জুন দেশটির শিক্ষা কর্তৃপক্ষ বছরের সেরা ৪২টি স্কুলের একটি তালিকা প্রকাশ করে। এতে দুটি ইসলামিক স্কুলের নাম রয়েছে। যার একটি আলফেন আ্যাান ডেন রিজন শহরে অবস্থিত আল-নুর স্কুল, অপরটি আমস্টারডামের গৌদে অবস্থিত আল-কলম স্কুল। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে আনাদোলু এজেন্সি জানিয়েছে, মাত্র ৪২ হাজার বর্গ কিলোমিটার আয়তনের নেদারল্যান্ডসে ইসলামিক স্কুলের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে দেশটির ১২টি অঙ্গরাজ্যে ৬২টি ইসলামিক স্কুল রয়েছে। এসব স্কুলে শুধু প্রাথমিক স্তর পর্যন্ত পাঠদান করে। অর্থাৎ সেখানে কেবল শিশুদের জন্য ইসলামী পাঠক্রম রয়েছে। এরপর থেকে ডাচ পাঠক্রমের পাশাপাশি অতিরিক্ত বিষয় হিসেবে সংক্ষিপ্ত পরিসরে ইসলামী মূল্যবোধ এবং মৌলিক আরবি ভাষা বিষয়ে পড়ানো হয়। ডাচ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় পাঠ্যসূচিতে বিস্তৃত পরিসরে বাইরের বিষয় অন্তর্ভুক্ত করার তেমন সুযোগ নেই। তবে ইসলামিক স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিক স্তরেও নিজস্ব কারিকুলাম বাস্তবায়নের চেষ্টা করছে। এসব ইসলামিক স্কুলে প্রায় ২০ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। এর মধ্যে তুর্কি ও মরক্কোর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct