আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার মুম্বাইয়ে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাসভবনে তাঁর সাথে দেখা করেন। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইন্ডিয়া) দু’দিনের বৈঠকে যোগ দিতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর পরই জুহুতে অমিতাভ বচ্চনের বাসভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন, যেখানে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানানো হয়েছিল। অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর অমিতাভকে রাখী পরিয়ে মমতা বলেন, তিনি অভিনেতাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অমিতজি আমাদের ভারতরত্ন। তাঁর পরিবারও ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় অবদান রেখেছে। তারা এক নম্বর ভারতীয় পরিবার। এটা যদি আমার হাতে থাকত, আমি অনেক আগেই তাকে ভারতরত্ন দিতাম। কিন্তু আমি জনগণের পক্ষ থেকে তাঁকে ভারতরত্ন উপাধি দিচ্ছি। তিনি বলেন, ‘আজ আমি অমিতজিকে রাখী বেঁধেছি। আজ একটি বড় দিন,” বলেন ব্যানার্জি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct