আপনজন ডেস্ক: এক মহিলা শিক্ষকের নির্দেশে হিন্দু ছাত্রদের দ্বারা থাপ্পড় মারা মুসলিম ছাত্রের শিক্ষার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে জমিয়ত উলেমা। জমিয়ত উলামার একটি প্রতিনিধি দল সম্প্রতি মুজাফফরনগরের খাবাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত ছাত্রের সঙ্গে দেখা করেছে। ছাত্রের সঙ্গে দেখা করার পর সংগঠনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘোষণা করেন, জমিয়ত শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীকে শাহপুর এলাকার একটি ইংরেজি মাধ্যম কোহ নূর পাবলিক স্কুলে ভর্তি করানো হবে। জমিয়তে উলামার জেলা আহ্বায়ক মাওলানা মাকরাম বলেন, শিশুটির লেখাপড়ার যাবতীয় খরচ জমিয়ত বহন করবে। যতক্ষণ না শিশুটি নিজের পায়ে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত শিশুটি বড় হয়ে অফিসার বা ডাক্তার বা অন্য কিছু হতে চায়, তার যাবতীয় খরচের দায় জমিয়তে উলামার থাকবে। তিনি আরও বলেন, মঙ্গলবার ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। উল্লেখ্য যে, ২৯শে আগস্ট, উত্তরপ্রদেশ সংখ্যালঘু কমিশন ঘটনার নোটিশ নেয় এবং অভিযুক্ত শিক্ষক তৃপ্তা ত্যাগীকে ৬ সেপ্টেম্বর কমিশনে হাজির হওয়ার জন্য সমন জারি করে। মুজাফফরনগরের মনসুরপুর থানার অন্তর্গত খাবাপুর গ্রামের নেহা পাবলিক স্কুলে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।কংগ্রেস সভাপতি মল্লিকরঞ্জন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ রাজনৈতিক নেতারা ঘটনার নিন্দা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct