সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সাদি খাঁন দেয়াড় বিদ্যানিকেতনের গৌরবময় অতীত, বর্ণময় বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যতের আঙ্গিকে আরও একটি নতুন পালক সংযোজিত হল ডিজিটাল ক্লাস রুম । এদিন বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের চন্দ্রযান -৩ কিভাবে চাঁদের মাটিতে অবতরণ হল সমস্তটাই ডিজিটাল ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেখানো হলো যা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চরম উদ্যোগ উদ্দীপনা লক্ষ্য করা গেল । বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক খন্দকার গোলাম মোর্তোজা জানান আজকে আমরা বিদ্যানিকেতনের ডিজিটাল ক্লাস রুমে ছাত্র-ছাত্রীদের চন্দ্রযান-৩ নিয়ে ইসরো বিজ্ঞানীদের সাফল্যের বিষয় ভিডিও র মাধ্যমে দেখানো হলো । আগামী বছরের জানুয়ারি মাসে সারা মাস ধরে বিদ্যানিকেতনের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে । তার প্রস্তুতি হিসাবে ছাত্র-ছাত্রী শিক্ষক- শিক্ষিকারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক কর্মসূচির প্রস্তুতি যেমন নিচ্ছে ঠিক তেমনি ভাবে বিদ্যানিকেতনের পাক প্রাক্তনীরা যারা তাদের কর্মজীবনে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে তাদের আত্মজীবনীমূলক পুস্তক প্রকাশিত হবে (যেমন ডাক্তার, বিজ্ঞানী, প্রফেসর, ডব্লুবিসিএস অফিসার, শিক্ষক শিক্ষিকা, পুলিশ, আর্মি, মেলেটারি প্রভৃতি ক্ষেত্রে) এছাড়া ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা প্রাক্তনী বিদ্যানিকেতনের শুভাকাঙ্ক্ষী দের নিয়ে একটি স্মরণিকা প্রকাশিত হবে সেখানে সকলের লেখা, গল্প , কবিতা, নাটক, সঙ্গীত,আহ্বান করা হচ্ছে । প্রত্যেকেই নিম্নলিখিত ঠিকানায় তাদের নিজের লেখা বিষয়বস্তু পাঠাবেন । বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি ফিরোজ আহমেদ বলেন ১৯৪৯ সালে বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা লগ্নে যারা বিদ্যানিকেতন কে জমি দান করেছেন তাদের সম্মানার্থে তাদের নামের ফলক বিদ্যানিকেতনের ভেতরে বসানো হবে । এছাড়া তিনি আরো বলেন এলাকার সাধারণ মানুষ বিদ্যানিকেতনের প্রাক্তনী সকলের কাছে পরিচালন সমিতির পক্ষ থেকে আবেদন এই হীরক জয়ন্তী উদযাপনকে সফল করার জন্য তাদের সহযোগিতা এবং প্রাক্তনী মিলন উৎসবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct