জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সেরেংডি অঞ্চলের শশ গ্রামে মা মনসা পুজো উপলক্ষে সাঁপের ঝাপান দেখতে শশ গ্রামে বহু দর্শকের সমাগম হয়। জানা গিয়েছে, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও শশ গ্রামের বিশকেতু কুইরীর উদ্যোগে ও শশ গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও ভাদ্র মাসে মা মনসা পুজো উপলক্ষে সাপ ঝাপানের আয়োজন করেন । বিশিষ্ট সমাজসেবী বনমালি কুইরী জানান, দীর্ঘ দিন ধরেই চলে আসছে ভাদ্র মাসে মা মনসা পুজো উপলক্ষে এই সাপ ঝাঁপান । এই ঝাপান প্রায় লুপ্ত হতে চলেছে তাই প্রতি বৎসর করে থাকা হয় গ্রামবাসীদের সহযোগিতায়। যাকে কেন্দ্র করে শশ গ্রাম ছাড়া আসে পাশের গ্রামের বহু দর্শকের সমাগম হয় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct