জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: গ্রেপ্তার হল কুখ্যাত ছিনতাইবাজ। উদ্ধার হল অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে বেগমপুর কাঁটাখাল বিশালক্ষী তলা এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার আইসি সৌম্যজিত রায়ের নেতৃত্বে এসআই রনি সরকার এবং তার স্পেশাল অপারেশন টিম বারুইপুর কাঁটাখাল বিশালক্ষী তলা এলাকা থেকে তিন কুখ্যাত ছিন্তায় বাজকে গ্রেফতার করে। অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। ধৃতদের নাম রবি চ্যাটার্জি, শ্রীদাম নস্কর ও জাহাঙ্গীর লস্কর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান সাটার বন্দুক। এছাড়াও সাতটি ৭.৬ বোরের তাজা কার্তুজ ও দুটি .৭ এমএম তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার রয়েছে একটি ভজালী ও একটি চপার। ধৃতদেরকে জেরা করে গত ২৭ জুলাই বারুইপুর বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসির উদ্দিনের কাছ থেকে ছিনতাই হওয়া ষাট হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। ধৃতদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও এসডিপিও অতীশ বিশ্বাস
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct