সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: মুর্শিদাবাদ পৌরসভায় জুন মাসের ১৪ তারিখে একটি অনাস্থা প্রস্তাব জমা পড়ে, যেখানে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণের কথা উল্লেখ করা হয়। পৌর আইন অনুযায়ী, পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী এবং ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা কোনরকম আলোচনা সভা করেননি, তাই ১১ই জুলাই অনাস্থা প্রস্তাবের ২৮ দিনের মাথায় মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ললিতা দাস নন্দীকে অপসারণ করা হয়। পৌর আইন মতো দায়িত্বে আসেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা এবং এক সপ্তাহ পর ১৭ই জুলাই মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নাম প্রস্তাব করা হয় ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ধরের। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পৌরসভায় মোট আসন সংখ্যা ১৬ টি, যার মধ্যে পৌরসভা নির্বাচনে তৃণমূল ৯টি আসন, বিজেপি ৬টি আসন এবং নির্দল ১টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে বিজেপির ৩ কাউন্সিলর এবং নির্দলের ১ কাউন্সিলর যোগদান করে তৃণমূলে। বর্তমানে পৌরসভায় সদস্য রয়েছে ১৩ টি তৃণমূলের এবং ৩টি আসন বিজেপির দখলে। ১৭ ই জুলাই তৃণমূল-বিজেপি মিলিয়ে মোট ১৫ জন কাউন্সিলর এর সমর্থনে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে সমর্থিত হন বলে দাবি করেন ইন্দ্রজিৎ ধর। অন্যদিকে মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ললিতা দাস নন্দী অনাস্থা প্রস্তাব অবৈধ বলে হাইকোর্টে পিটিশন দাখিল করেন। সেই কারণে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে সমর্থিত হলেও শপথ গ্রহণ করেননি ইন্দ্রজিৎ ধর। দীর্ঘদিন কেটে যাওয়াই পৌরসভার কাজকর্ম ব্যাহত হওয়ার জন্য সমর্থিত চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কে মঙ্গলবার দায়িত্ব বুঝিয়ে দিলেন লালবাগের মহকুমা শাসক সুদীপ ঘোষ। মঙ্গলবার মহাকুমা শাসক সুদীপ ঘোষ নবনিযুক্ত চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরকে শপথ বাক্য পাঠ করান। পরে মহকুমা শাসক সুদীপ ঘোষ বলেন, “জেলা শাসকের নির্দেশে ইন্দ্রজিৎ ধরকে ওই পৌরসভার দায়িত্ব দেওয়া হয় এবং সেই সঙ্গে চেয়ারম্যান হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।”পৌরসভার দায়িত্ব গ্রহণ করার পর ইন্দ্রজিৎ ধর বলেন, “নির্বাচনী ইশতেহার মেনে মুর্শিদাবাদ পৌরসভা কে দুয়ারে পৌরসভায় রূপান্তরিত করা হবে। এছাড়া বিভিন্ন রকম পরিষেবা আগের থেকে উন্নত হবে বলে জানান তিনি।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct