আপনজন ডেস্ক: বিরাট কোহলির ইস্পাতদৃঢ় মনোবল সম্পর্কে সবার জানা। মাঠে যতক্ষণ থাকেন, উদ্দীপ্ত দেখা যায় কোহলিকে। প্রাণশক্তিতে ভরপুর ভারতীয় তারকার সঙ্গে কেউ বাগ্যুদ্ধে জড়ালে সেটা যে বেশির ভাগ ক্ষেত্রে তাঁর পক্ষেই যায়, এমন ভূরি ভূরি উদাহরণ আছে।মাঠে আক্রমণাত্মক মেজাজ দিয়ে কোহলি শুধু প্রতিপক্ষকেই ঘায়েল করার চেষ্টা করেন না, সতীর্থদের থেকেও সেরাটা বের করে আনতে তৎপর থাকেন। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তাই নির্দিষ্ট কোনো ফাঁদে ফেলে আউট করার সূত্র নেই। তবে কোহলিকে আউট করার একটা উপায় বাতলে দিয়েছেন মাখায়া এনটিনি। সেটা হলো, ব্যাটিংয়ের সময় কোহলির সঙ্গে স্লেজিং করা থেকে বিরত থাকা। স্লেজিং না করলে তিনি নিজেই বিরক্ত হয়ে আউট হয়ে যাবেন।বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির (৭৬) মালিক কোহলি। এনটিনিও ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা বোলার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৬৬২ উইকেট।তবে কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার যখন শুরু, সে সময় এনটিনি সায়াহ্নে চলে এসেছেন। আসলে আন্তর্জাতিক কোহলির বিপক্ষে তিনি একটি ম্যাচই খেলেছেন। সেটা ২০১১ সালে তাঁর বিদায়ী ম্যাচ। ওই ম্যাচে তাঁর ৪ বলে ১০ রান নিয়েছিলেন কোহলি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct