সেখ রিয়াজউদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: মা ও মেয়েকে খুনের অভিযোগে অভিযুক্ত এক সাধু বাবাকে মঙ্গলবার ফাঁসির আদেশ দিলেন রামপুরহাট অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস। ২০২০ সালের ১৭ মে বীরভূমের মল্লারপুর হাইস্কুল মোড় সংলগ্ন এলাকার ঘটনা। সেখানে একটি পরিবারের মধ্যে বসবাস ছিল মা, মেয়ে ও বাবার। সেই পরিবারে মা মেয়ে রহস্যজনক ভাবে খুন হন এবং পরিবারের কর্তা তথা বাবাও নিখোঁজ হন। সন্দেহের তীর দেখা দেয় পরিবারের কর্তার দিকে। এমনকি তার নামে স্থানীয় মল্লারপুর থানায় খুনের অভিযোগও দায়ের হয়। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে ঘটনায় মূল পান্ডা এক সাধুবাবার হদিস পান। তিনি নিজেকে হরিচরণ দাস, সুনীল দাস, হরিবাবা,স্বরূপ রায় ইত্যাদি নামে পরিচয় দিতেন। পুলিশ জানতে পারে তথা পরিবারের কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেখানে দেখা যায় ভন্ড সাধুবাবার চক্রান্তে পড়ে প্রতারণার শিকার হয় পরিবারটি। সেদিনের হাড়হিম করা বর্ণনার কথা শোনান রামপুরহাট আদালতের সিনিয়র পিপি উৎপল মুখার্জী। বিবরণে জানা যায় মিলন মন্ডল ও ডলি মন্ডলের মেয়ে রুমা মন্ডল (১৭) আগুনে পুড়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। সেই ক্ষত সারানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসার ব্যবস্থা হলেও আগুনে পোড়া দাগের চিহ্ন থেকেই যায়। এই পরিপ্রেক্ষিতে রামপুরহাট ডাকবাংলায় এক সাধু বাবার সাথে পরিচয় হয় এবং তিনি দায়িত্ব সহকারে সেই দাগগুলি নির্মূল করে দেওয়ার কথা বলেন বিনিময়ে টাকা চুক্তি হয়। সেই হিসেবে দফায় দফায় টাকাও নেওয়া হয়। এমনকি প্রায়ই বাড়িতে হোম যজ্ঞের আয়োজন করা হতো সাধুবাবার নির্দেশ মোতাবেক। দীর্ঘ পাঁচ ছয়মাস অতিক্রান্ত হয়ে গেলে শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় টাকা ফেরত চাইতেই ঘটে এই চক্রান্ত। শেষ দিন বাড়িতে হোমযজ্ঞ করার সময় সাধুবাবা শর্ত আরোপ করেন পরিবারের তিনজন তিনটি রুমে পৃথক পৃথকভাবে থাকতে হবে। পাড়া-প্রতিবেশী কারো সাথে যোগাযোগ রাখা যাবে না। এরমধ্যে ঘুমের ঔষধ় খাইয়ে মাকে বলাৎকার করার চেষ্টা করে। তখন বাধা দিতে গেলে বঁটি দিয়ে খুন করে। তার মেয়ে দেখে ফেলায় তাকেও শ্বাসরোধ করে খুন করে। এদিকে বাড়ির কর্তা মিলন মন্ডলকে অন্যত্র শিবমন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে সাধুবাবা নিয়ে যান। শেষ পর্যন্ত গনপুর জঙ্গলের কাছে ছেড়ে দিয়ে সাধুবাবা পালিয়ে যান। দুমাস পর পুলিশ সাধু বাবাকে আটক করে।গতকাল আদালতে বিচারক সাধুবাবাকে মা মেয়ে খুন ও প্রতারনার অভিযোগে অভিযুক্ত করেন।আজ মঙ্গলবার সেই ঘটনার ৩৭৬ ধারায় রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও দশহাজার টাকা জরিমানা।২০১ ধারায় সাত বছর কারাবাস ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৩০২ ধারায় মৃত্যুদন্ডের রায় দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct