আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন। এরদোয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জাতিসংঘের ভেঙে পড়া চুক্তি নিয়ে আলোচনা করবেন। এই চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় শস্য রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির একজন মুখপাত্র সোমবার এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় খাদ্য শস্য পরিবহণ চুক্তিটি এক বছর স্থায়ী হয়েছিল। জুলাই মাসে রাশিয়া চুক্তিটি থেকে বের হয়ে যায়। এখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় শস্য পরিবহণ চুক্তিতে রাশিয়াকে ফেরাতে চাইছেন। শস্য-রপ্তানি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে রাশিয়ান বাহিনী মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের বন্দরগুলিকে লক্ষ্যবস্তু করেছে।একে পার্টির মুখপাত্র ওমের সেলিক বলেছেন, এরদোগান ‘শীঘ্রই’ রাশিয়ার ব্ল্যাক সি রিসোর্ট সোচিতে যাবেন। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি দেখা করবেন কিনা তা নির্দিষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে, এরদোয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct